Warning: Cannot modify header information - headers already sent by (output started at /var/sites/f/friendsblog.net/public_html/index.php:43) in /var/sites/f/friendsblog.net/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 58
অবশেষে বিয়ে করছেন সালমান! - Friendsblog.net

অবশেষে বিয়ে করছেন সালমান!

Loading...

salman-khan (2)ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার নতুন নারী এসেছেন বলিউডের ‘বিগহার্ট লাভার বয়’ খ্যাত সুপারস্টার সালমানের জীবনে। আর তার বর্তমান প্রেমিকা যে রোমানিয়ার সুন্দরী টেলিভিশন তারকা লুলিয়া ভান্তুর, সে গুঞ্জন চলতি বছরের শুরু থেকেই বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে।

 

তবে সালমান খানের প্রেমের গুঞ্জন গত কয়েক দশকে বলিউডে অনেকের সঙ্গেই শোনা গেলেও, বিয়ের গুঞ্জন কিন্তু এখন অবধি কারো সঙ্গেই শোনা যায়নি। ফলে পুরো বলিউড এবার চমকে গেছে, সম্প্রতি সালমানের বিয়ের গুঞ্জন কানে আসায়।
জানা গেছে, সব কিছু থাকলে আগামী বছরই নাকি সাত পাকে বাঁধা পড়তে পারেন সালমান। আর পাত্রী সালমান মানের বর্তমান প্রেমিকা লুলিয়া ভান্তুর! সালমানের সঙ্গে লুলিয়ার গাটছড়া বাঁধতে যাওয়ার এ খবর প্রকাশ করেছে রোমানিয়ার সংবাদমাধ্যমগুলো! করবে নাই বা কেন? পাত্রী যে তাদের নিজের দেশের।

 
রোমানিয়ার সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সালমান আর লুলিয়ার নাকি এনগেজমেন্ট হয়ে গেছে।
জানা গেছে, তিন বছর আগে বিদেশ সফরের সময় লুলিয়ার সঙ্গে সালমানের পরিচয় হয়। সেখান থেকেই মূলত তাদের ঘনিষ্ঠতা শুরু। এটাও শোনা গিয়েছিল যে, এ বছরের শুরুতে সালমানের বোন অর্পিতার বিয়েতে লুলিয়াকে গার্লফ্রেন্ড হিসেবে সবার সঙ্গে পরিচিতি করিয়েছিলেন সালমান। তখন অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল। ভাবটা এমন ছিল যে, সোমি, সঙ্গীতা, ঐশ্বরিয়া, ক্যাটরিনাদের মতো লুলিয়াও সালমানের ‘বিশেষ বন্ধু’ হতে পারেন। তবে এই সম্পর্ক বিয়ের পিঁড়ি অবধি পৌঁছবে না। কিন্তু রোমানিয়ার সংবাদমাধ্যমের দাবি যেন সব কিছু খান খান করে দিল।
কিন্তু দুষ্টু লোকের মুখ তো আর বন্ধ করা যায় না। তারাও নেমে পড়েছে সালমানের বিপক্ষ দলের হয়ে ব্যাট করতে। এসবই নাকি পাবলিসিটি স্টান্ট। দিওয়ালিতেই যে সালমানের আপকামিং সিনোম ‘প্রেম রতন ধন পায়ো’ রিলিজ় করবে। নিন্দুকদের কথা সত্যি হলেও হতে পারে। কিন্তু সিনেমা হিট করানোর জন্য সালমানের কী এ ধরনের স্টান্ট লাগে? ধাঁধায় পড়েছেন ভক্তরা।

 

 

 

সুত্র: নেট

Loading...